সাঁজের বেলা পাখিরা সব ফিরছে নিজের বাসায়
কেটেছে দিন ভালোয় ভালোয়
আকাশ বাতাস সূর্য আলোয়
সুখে পাখির দিন কেটে যায় অমোঘ ভালোবাসায়।


সবুজ ঘেরা বন বাদাড়ে হরেক পাখির মেলা
সখ্যতাতে দিন কেটে যায়
গুচ্ছ দলে আনন্দ পায়
ডানা মেলে উড়ে উড়ে কাটে পাখির বেলা।


ঝগড়া বিভেদ মারামারি
জায়গা জমির কাড়াকাড়ি
স্বাধীন চেতা পাখির মাঝে নেইতো এসব কিছু,
দিন দুপুরে দাগাবাজি
স্বার্থ নিয়ে রাঙাবাজি
এসব পাখি ঘেন্না করে, ছোটে না তাই পিছু।


কোকিল ডাকে কুহুতানে
ময়ূর পেখম তোলে,
টিয়ের কথায় মন ভরে যায়
চিল যে হিংসে ভোলে।


কাকটা কালো হতে পারে
মনটা যে তার ভালো,
ঝিঁঝিঁ গুলো ছোট্ট হলেও
রাত্রি করে আলো।


মন মাতানো পাখি অনেক হৃদয় খাঁচায় বন্দি,
মানুষ থেকে অধিক ভালো পাখির সাথে সন্ধি।


রচনাকালঃ
১৩ জানুয়ারি ২০২১ খৃস্টাব্দ
ঢাচিশাভি।