স্বপ্ন হলো সত্য যে আজ
ষড়যন্ত্রি পাচ্ছে যে লাজ
পদ্মা সেতু তৈরি হলো বাঁধার প্রাচির টুটে,
তেজস্বী এ বীর বাঙালি
দেয়নি মুখে লাগতে কালি
বাঙলা মায়ের মান রাখতে পণ নিয়েছে চুটে।


ষড়যন্ত্রে দেয়নি যে ধার
তাই বলে কি হবে না আর!
বঙ্গকন্যা শেখালো যে য্যোগতাতে লড়তে,
দেখিয়ে দিলো বিশ্বজুড়ে
যাওনা দেখে এখন ঘুরে
তোমার ঋণের ধার ধারিনা আমরা পারি গড়তে।


চাইছিলে মুখ করতে কালো!
আজকে দেখো জ্বলছে আলো
নিজের অর্থে পদ্মা সেতু বীর বাঙালির গর্ব,
নামলো মাঠে বীরের বেশে
স্বপ্ন পূরণ করলো শেষে
বঙ্গকন্যা শেখ হাসিনা করেনি মান খর্ব।


পদ্মা সেতুর দৃশ্যটাকে
দেখালো আজ বিশ্বটাকে
বীর বাঙালি গড়তে জানে; টুটতে জানে না
সদিচ্ছাতে শক্তি আছে
হয়নি নতো কারো কাছে
পদ্মা সেতুর স্বপ্ন পূরণ তাদের [কুচক্রী] দানে না।


বঙ্গবন্ধু শিখিয়ে গ্যাছে করতে যুদ্ধ জয়
বীর বাঙালির উন্নত শির কভু নোয়ার নয়।


পদ্মা সেতু গড়তে হবে; নেমে গেলো যুদ্ধে
মন্ত্রণাতে জড়িতরা ব্যস্ত ছিলো রুদ্ধে।


তাদের কোন চাল খাটেনি শেখ হাসিনার কাছে
কুটকচালের বোদ্ধা যারা  সবার প্রমাণ আছে।


হার মানেনি বীরকন্যা শির করেনি নতো
একাই যুদ্ধ করে গ্যাছেন; শত্রু পরাজিত।


বঙ্গকন্যা শেখ হাসিনা রেখেছে তাঁর কথা
পদ্মা সেতুর স্বপ্ন পূরণ আরেক স্বাধীনতা।


২৫ জুন ২০২২ খ্রিস্টাব্দ
ঢাচিশাভি।