অগ্নি মুর্তি ভগ্নী আমার অশ্রু সজল আঁখি
কন্ঠ দরাজ
কোথা হে আজ
লুন্ঠিত কেন শান্তি তম উড়ন্ত সুখ পাখি?
আমাদের কথা ভাবো
আমরা তোমার হবো
হৃদে যত অনুরাগ
ভরো আদর-সোহাগ।
বক্ষে তোমার রুক্ষতা আজ মানবতা জব্দ,
কিসের আশা
ঘৃনায় ঠাসা
রক্ত শিখা জ্বালছো কেন? হচ্ছে মানব দগ্ধ।
রাক্ষসী কোন জন?
রক্ত তৃষায় ঘুচায় আশা মায়ের ক্রন্দন,
পাষাণ ভগ্নী মন
কিসের আশায় মগ্ন নেশায় অশান্ত গর্জন?
দোহাই খোদার এবার ক্ষান্ত হও,
তোমরা মানুষ, তোমরা অবুঝ নও।
নইলে কৃষক, শ্রমিক-মজুর মুক্তির গান গেয়ে,
মরণ আঘাত হানবে তারা, আছে যারা না খেয়ে।


৯ ফেব্রুয়ারি ২০১৫ ইংরেজী।