(৭১)
হায় বিধাতা আর কতো কাল মুখ ফিরিয়ে থাকবে যে ;
স্বজন ছাড়া আর কতো কাল দূরে দূরে রাখবে যে
একটু না হয় ভুল করেছি মাসুল দিবো আর কতো!
এই অধমের জন্য কখন তোমার মায়া জাগবে যে?


(৭২)
সইতে প্রভু আর পারিনা অশ্রু সুরায় নিত্য টাল
ভিক্ষা কিছু দাওনা প্রভু তোমার দ্বারে পাতা থাল
চেষ্টা শতো যাচ্ছি করে পাচ্ছি তোমার দয়া কই
আমার তরে বিছানো যে পৃথ্বী জোড়া বিষাদ জাল।


(৭৩)
সাকি শরাব সব ছেড়ে আজ নিত্য ধ্যানে মগ্ন রই
কোথায় তুমি শুনছো নাগো দাওনা দ্যাখা মুক্ত হই
তুমি ছাড়া আর কে আছে এই নাদানের দাও বলে
এতো করে ডাকছি প্রভু তোমার দেখা পাচ্ছি কই!


(৭৪)
কষ্ট আছে ঐ আকাশের বৃষ্টি হয়ে ঝরছে তাই
ঝর্ণা হয়ে পাহাড় কাঁদে যেনো তারও কেউ যে নাই!
এমন পাষাণ নওতো তুমি কান্না কারো শুনবেনা
গভীর রাতে জেগে জেগে একলা কেঁদে শান্তি পাই।


(৭৫)
একটু সদয় হওনা প্রভু তোমার নেশায় টাল করো
পথহারা এই হতভাগার একটু করে হাল ধরো
তোমার দেখা পেলে প'রে এই অভাগা পথ পাবে
দোহাই তোমার চুপ থেকোনা আমার তরে একটু নড়ো।



১৯ আগষ্ট ২০১৮ খ্রিষ্টাব্দ।