চিঠি পড়ে পড়লো মনে সেই আঁধারের রাত্রি,
এক তরীতে দু'জন ছিলাম এক অজানার যাত্রী।
পরশ পেয়ে কষ্টরা সব দূর আকাশে যেতো, 
মাতাল হাওয়া সেই পরশে সস্তি ফিরে পেতো।


আকাশ এখন আর কাঁদেনা অশ্রু-হারা আঁখি,
রূপায়িত মরুদ্যানে, এমনি দিলে ফাঁকি!!


শব্দ ছিল জব্দ করা বুলবুলি গান গাইতে,
হৃদেরতো নয় সার্থ পানে সঙ্গ আমার চাইতে। 
সেই তরীটা তেমনি আছে যাত্রী এখন ভিন্ন,
আলোর পরশ পাবার আশায় সব করেছ ছিন্ন।


আচ্ছা এখন কেমন আছ? হয়তো অনেক রঙ্গে,
হীরায় মোড়া অঙ্গ নিয়ে যাত্রী নতুন সঙ্গে।
এখন পাশে ভীড় করে যে বন্ধু-স্বজন শতো, 
এক সময়ে এদের জন্য হৃদয় হতো ক্ষতো।


এখন কি সব ভুলে গেছো নতুন আয়োজনে?
অশ্রু নাকি ঝরাও রাতে একা সংগোপনে??