টুঙ্গিপাড়ার সেই খোকাটার সাতই মার্চের ভাষণ
এনে দিলো শ্রদ্ধা ভরে বিশ্ব জোড়া আসন
সবার হৃদে গেঁথে ছিলো সেই ভাষণের শব্দ
সেই ভাষণেই হয়েছিলো পাক বাহিনী জব্দ।


বললো খোকা প্রস্তুত হও দিতে হবে রক্ত
ভাঙতে হবে ইয়াহিয়ার শোষণ করা তক্ত
এক কথাতে বাঙালি সব হলো খোকার ভক্ত
খোকার ডাকে স্বাধীনতার দ্বার হলো উন্মুক্ত।


তর্জনীটা উঁচিয়ে খোকা দরাজ কণ্ঠে বলে
রক্ত আরো দিতে হবে স্বাধীন হতে হলে
তৈরি হয়ে থাকো সবে যার যা আছে তাতে
সব পাকিদের মারবো মোরা পানি এবং ভাতে।


টেক্স দেয়াও বন্ধ করো, নির্দেশ দেয় খোকা
ইয়াহিয়ার দালাল কিছু ঘরের উঁই পোকা
রক্ত দিতে শিখেছি তাই রক্ত আরো দেবো
বজ্রকন্ঠে বলেন খোকা বাঙলা কেড়ে নেবো।


হুকুম দিতে না পারলেও যুদ্ধ করবে সবে
ইনশাআল্লাহ্, বিজয়টাতো বাঙালিরই হবে
স্বাধীনতার ঘোষণাটা এই ভাষণে দিলেন
টুঙ্গিপাড়ার সেই খোকাটা দূরদর্শী ছিলেন।


সেই খোকাটা আর কেউ নয়
বিশ্ব জোড়া তাঁর পরিচয়
তিনি হলেন বঙ্গবন্ধু, জাতির পিতা যিনি,
সব বাঙালির হৃদে যে ঠাঁই
এমন নেতা আর কোথা পাই!
শেখ মুজিবুর নামে তাঁকে আমরা সবে চিনি।



রচনাকালঃ
৬ মার্চ ২০২১ খ্রিস্টাব্দ
ঢাচিশাভি।