ভুলে গ্যাছি,
ভুলে গ্যাছি সেই নির্জন রাতের গল্প
জোনাকিদের কানা মাছি খেলা
গন্ধরাজের সুবাস বিলীন
লাশ কাটা ঘরে, লাশের মিছিলে।


ঝড় বইছে
ঠাঁয় দাঁড়িয়ে বট বৃক্ষ
নিস্তেজ, নিথর অভিমানি পাতারাও।


নাড়াতে পারছেনা এক'শ আশি কিলো বেগে
বয়ে যাওয়া মাতাল হাওয়া।
চারদিকে ভাঙনের শব্দ
তান্ডব লীলায় করুণ আহাজারী।
বারুদের গন্ধে ভারি হয় বাতাস
কে জানে ক'জনের হবে সর্বনাশ।।



৫ মে, ২০১৫ ইংরেজী।