অ - অধিক তরো দাও ছড়িয়ে আঁধার পথে আলো
আ - আসছে সুদিন কাটবে যতো আঁধার মাখা কালো
ই - ইচ্ছে গুলো হৃদয় মাঝে জোরে আঁকড়ে ধরো
ঈ - ঈশান কোনের সূর্যটাকে হৃদে আপন করো ।
উ - উজান স্রোতে চলতে হবে ঢেউয়ের সাথে খেলে।
ঊ - ঊলূপ থেকে শিক্ষা নিয়ে সত্য ডানা মেলে।
ঋ - ঋণ নিলে যে গুরুর থেকে নয় তা ফেরত যোগ্য,
      ভুবন জুড়ে অনেক আছে নয়তো সবি ভোগ্য।
এ - এবার চলো সাহস করে নতুন সমাজ গড়তে
ঐ - ঐখানেতে বইয়ের সারি ইচ্ছে মতো পড়তে।
ও - ওজন করো শিক্ষাটাকে কতো খানি শিখলে?
ঔ - ঔচিত্যের সকল বাণী হৃদয় খাতায় লিখলে?


রচনাকালঃ
২৬ নভেম্বর ২০২০ খ্রিস্টাব্দ
ঢাচিশাভি।