জানলার কাঁচ ভেদে এক টুকরো
চাঁদের আলো আমার মুখে,
মনে হলো আগ্নেয়গিরির লেলিহান
শিখা ভস্ম করলো আমার চক্ষু যুগল
পুড়িয়ে দিল কপোল, ঠোঁট........
আমি
পলকহীন চোখে তাকিয়ে রই দূর আকাশে
পূর্ণিমা রাত, তবু অন্ধকার,
হৃদয় চাঁদে লেগেছে গ্রহণ।
একাকিত্ব আজ বড্ড ভালো লাগে
ভালো লাগে মুখ গুজে ভাবতে
সেই সব স্মৃতি...........
কোন এক ভরা পূর্ণিমায় দেবী এসেছিল
ভালবাসা চাইতে
ভালবাসা নিতে
অহমিকা সে দিন গ্রাস করেছিল
দিতে পারিনি
নিতে পারিনি।
অতঃপর................
দেবীর আসন পূর্ণ
আসন আমার শুন্য।।
৪ মে, ২০১৫ ইংরেজী