অাঁধারে ছেয়ে আজ
ডুবে গ্যাছে চাঁদ,
সব খানে পেতে রাখা
মরনের ফাঁদ।


ফুল সব গ্যাছে ঝরে
কন্টরা শোভিত,
আছে যতো ডাল-পালা,
সব যে লোভিত।


ছায়া নেই, মায়া নেই
ঐ বট বৃক্ষে,
ভুল ভুল ভুল সবি
ঐ গুরু দীক্ষে।


চেয়ে দেখ পাখি সব
শুন্যতে উড়ছে,
সনদের কাগজটায়
উঁই পোকা ঘুরছে।


হৃদয়ে জ্বলে দেখি
ছাই চাপা অগ্নি,
বি সি এস করা তবু
অসহায় ভগ্নী।


চটি জোড়া ক্ষয়ে যায়
ঘুরে ঘুরে দালানে,
আশা কভু জাগে হৃদে
মনগড়া এলানে।


ঐ দেখ চারা গাছ
দিনে দিনে বড় হয়,
বটেদের মতো হৃদে
এদের তো নেই ভয়।


ঘোর কেটে ভোর হবে
তরুন্যের আলোতে,
দেশটা যে ভরে যাবে
আলো আর ভালোতে।


সিরাজের অসি হাতে
আহবানে হিটলার,
তারুন্যের নিতে হবে
সমাজের দায়ভার।


পতাকার পরে আজ
রাখো হাতে হাত,
অাঁধার চিরে চলো
আনতে প্রভাত।।


১৭ মে,২০১৫ ইংরেজী।