(১১)
চলছে চলুক
বলছে বলুক
হাঁটুর নিচে কামড়,
আসবে সে ক্ষণ
বুঝবে তখন
কে যে আসল পামর।।


(১২)
সুখ গুলো সব
করছে যে রব
হৃদে মৃদু কম্প,
জীবন জুড়ে
আসলো উড়ে
দুঃখ দিলো লম্ফ।


(১৩)
জোয়ার ঢলে
ভাসছে জলে
বন্দি জলের কারাগারে,
হতভাগা!!!
একটু আগা
রাখিসনা আর কোষাগারে।।


(১৪)
স্বজন হলো পর
একলা শুন্য ঘর
ভাবনা কি'সে আবার জ্বলবে আলো,
যখন অসহায়
চেনা বড় দায়
ঘৃণার পাত্র কার? কেবা বাসেভালো?


(১৫)
নীল আকাশে
কষ্ট ভাসে
আকাশ কাঁদে বাঁধ ভেঙ্গে তাই,
আছে জেগে
কালো মেঘে
অঝোর কেঁদে সুখ যদি পাই!!!