(০৬)
জীবন ভেলা
স্মৃতির মেলা
উজান-ভাটির সঙ্গোপনে,
কী আর বাকী
এ হৃদ ঢাকি
আকাশ-সাগর অঞ্চলনে।।


(০৭)
কোথায় গলদ?
কলুর বলদ
কালোতে চোখ বাঁধা,
সব দেখা শেষ
ভাবনার লেশ
কখন হবে সাদা??


(০৮)
স্বপ্ন বুনে
স্বপ্ন গুণে
স্বপ্ন চাষে ফলন হয়,
স্বপ্ন দেখে
স্বপ্ন ছেঁকে
স্বপ্ন সফল মিছে নয়।।


(০৯)
চাঁদের মতো
আলোকিত
হতো যদি মনটা সবার,
রক্ত হলী
জীবন বলি
পৃথ্বী জুড়ে থাকতো কি আর??


(১০)
স্বচ্ছ আকাশ
দিচ্ছে আবাস
বাদল দিনের শেষ,
তৃপ্ত হৃদে
মিটলো খিদে
হাওয়ায় এলো কেশ।