তুমি যে আমার কাছ থেকে শ'খানেক মাইল দূরে,
তাতে কী!
অনুভূতির খুব গভীরে, খুব কাছে আছো যে!
আমার ঘরটা শূন্য,
তাতে কী!
পুরো ঘরটাই তো তুমিময়!
আমার কাছে কেউ নেই,
তাতে কী!
তুমি যে আমার পুরো পৃথিবী।
আমি যে একা,
তাতে কী!
তোমার স্মৃতিতে তো হৃদয় ভরপুর।
আমার পথ চলার কোন সঙ্গী নেই,
তাতে কী!
ছায়াসঙ্গী হয়ে আছ যে!
আমার ভীষণ জ্বর হয়েছে,
তাতে কী!
তোমার হাতের দূর-স্পর্স
আমায় ভালো করে দিবে যে!
আমার চোখে জল এসেছে,
তাতে কী!
কল্পনাতে-আমার চোখ মুছে দাও যে!
আমার বিপদ হলে,
তাতে কী!
তুমি কারো না কারো বেশে
আমায় বাঁচাতে আসবে যে!
আমার মরণ হলে,
তাতে কী!
তোমার আত্মার সাথে মিশে যাব যে!