এই শহরে কত লোকের আনাগোনা,
স্বপ্নের নানা জাল বোনা,
জীবনের প্রয়োজনে ছুটে চলা,
জীবনকে সার্থক করতে-
নানা জল্পনা -কল্পনা।
হাজারো প্রতিবন্ধকতাকে বুকে আগলে,
জীবন বাজি রেখে,
নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়া।
প্রিয়জনের মুখে হাসি ফুটাতে,
তাদেরকে বুকে আগলে রাখতে,
নিরন্তর ছুটে চলা,
ক্লান্তিহীন পথ চলা।
এই ছুটে চলাতে
আছে নানা শঙ্কা,
পোহাতে হয় নানা ঝড়-ঝঞ্ঝা!
কারো নাই দম ফেলার ফুরসত।
জীবনের মনে হয় এরি নাম,
এরি নাম মনে হয় বেঁচে থাকা
কেউ ভাংগে, কেউ গড়ে
কেউ হারে, কেউ জিতে
কেউ বা এসবের মাঝে পড়ে-
নিজেকেই বদলে ফেলে।
জীবন যুদ্ধে ঠিকে থাকতে,
জীবন নামক নাট্যমঞ্চে
নানা অভিনয় করে।
নানা গল্পে জীবন সাজে,
কখনো রোদ্দুর এসে ভর করে,
কখনো ছেয়ে যায় অন্ধকারে।
কেউ হাসে, কেউ কাঁদে,
কেউ বা বুকে পাথর চাপে,
কেউ বা ব্যর্থতার গ্লানি বুকে নিয়ে
জীবন-নদীর স্রোতে ভাসতে ভাসতে
ক্লান্ত হয়ে-
স্বেচ্ছায় পাড়ি দেয় মৃত্যু-নদী।