জীবনের সব ছন্দ হারিয়ে গেছে
দূর আকাশের মেঘের ভিড়ে,
ভাবনাগুলো পথ হারিয়েছে
অপ্রাপ্তির শূন্যতায়।
মাঝি হয়ে ঐ পাড়ে যাবার-
কোন উপায় তো নাই।
স্মৃতির পাতায় ভর করে বেদনা,
চোখের জল নিয়ে খেলা করা ছাড়া
আর কোন উপায় তো দেখি না।
অবাক বিস্ময়ে তাকিয়ে রই,
মনের জানালা দিয়ে উঁকি দিয়ে
আমার আকাশে কেবলই -
ঘন কালো মেঘ দেখতে পাই।
কোন কাণ্ডারী আছো কি?
আমায় একটু পথ দেখাবার।
আমি ঘুরে দাঁড়াতে চাই,
আলোর পথের যাত্রী হতে চাই,
জীবনটাকে উপভোগ করতে চাই,
হতাশার চোরাবালি থেকে উঠে দাঁড়াতে চাই।
কেউ আছো কি?
আমার হাতটা ধরার,
আমাকে উদ্ধার করার।