জানালার কোল ঘেষে আজ আমি অসহায় চেয়ে আছি কোথায় যেন! আকাশের দিকে তাকাতে বড্ড ভয় করে আমার এখন। বাইরে ঝড় হাওয়া আমার জানালায় কড়া নেরে যেন বলছে, "কি বড় অভিমান আমার উপর? আমায় নিয়ে খেলবে না আর? নাচবে না আমার সাথে?" ঝড় হাওয়া যেন জানালা খুলে দিতে চায় বার বার। বৃষ্টির ছিটে এসে পরে আমার কপলে। তাড়াতাড়ি শক্ত করে আটকে দেই জানালা। যেন কোন কিছু সর্প্শ করতে না পারে আমাকে। তবুও যেন হাওয়া কোথা থেকে চলে আসে। মেঘ যেন বার বার ডাকে তার দিকে তাকাতে। কিন্তু আমি আর তাকাই না। বড্ড অভিমান করেছি আমি। হ্যা সত্যিই তো। বড্ড অভিমানী আমি।