তোমারি আছি আমি, তোমারি থাকব
যতদিন জীবন থাকে,তোমাকেই ভালবাসব।
এই ফাকা হৃদয় আর কোনদিনও না ভরবে
যতদিন না তুমি ফিরে আসবে।
তোমারি আছি আমি, তোমারি থাকব


সাগরের যত ঢেউ, প্রকৃতির যত ঝড়-তুফান
এই হৃদয়ের বাসা বাধবে।
পাহাড়ের যত ঝর্না, চোখ দিয়ে ঝরবে
যতদিন না তুমি ফিরে আসবে।
তোমারি আছি আমি, তোমারি থাকব।


সাত সাগর তের নদী, তোমার জন্য দিতে হয় পাড়ি।
যত কষ্ট হোক না কেন,
তোমার কাছেই চলে আসব।
যদি তুমি বল অমারি থাকবে।
তোমারি আছি আমি ,তোমারি থাকবো।


যদি সারাদিন সূর্য না উঠে,পূর্ণিমার চাঁদ লুকিয়ে থাকে।
কাল মেঘ ঢেকে থাকে।
হৃদয়টাকে আচ্ছন্ন করে রাখে
তবুও হৃদয়ে আমি তোমারি ছবি আঁকব।
তোমারি আছি, আমি তোমারি থাকব।


যদি পদ্ম ফুটে বিলের মাঝে, আমায় ডাকে হাত উঠিয়ে
যদি লাল শাপলা রক্তাক্ত করে,
পুরো শরীরে ভালবাসার ছবি এঁকে আমায় ডাকে
তবুও সাড়া দিব না শাপলার ডাকে।
তোমারি আছি আমি, তোমারি থাকব।


বৃষ্টিভেজা মেঘলা আকাশ ডুবে হতাশায়
তবুও সেই বৃষ্টিতে শরীরটুকু ভিজাবোনা ঝর্ণার আশায়।
বাকা চাঁদ মনের সুখে, আমায় ডাকে ভালবেসে
দিব না সাড়া সেই ভালবাসায়, হৃদয়টাকে ধরে রাখব।
তোমারি আছি আমি, তোমারি থাকব।