পেত্রার্কীয়। অন্ত্যমিল ঃABBA/ABBA:CDE/CDE


এক পল হাসি অবিরল  দুঃখকে ছুঁয়ে যায়
অপলক চোখে কেবল-ই চেয়ে থাকি।
সফলতা ছুঁই ছুঁই বলে দিয়ে যায় ফাঁকি,
হারায় না স্বপ্ন,জীবন নতুন করে বাঁচতে চায়।
প্রাতে হিম বাতাস নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়,
কাগজ-কলম সমেত বসে বসে জীবনের চিত্র আঁকি।
সন্ধ্যার রূপ দেখে হেসেই বলি-আর কি বাকি!
সময় আসে যায় বক্ষপিঞ্জরে বিক্ষোভের স্রোত বয়।


বিশ্বব্রহ্মাণ্ডে অগনিত প্রাণের মাঝে বিরামহীন হাঁটি!
দহনে দহনে বক্ষকোণে আঁতকে উঠে আনমনা ভাবি
রক্তের শিরা-উপশিরায় জ্বলে না আর আলো।
শান্তির খোঁজে হারিয়ে যাব ভেদ করে মাটি
কে ডাকবে?নিয়ে এক চিলতে সুখের দাবি
জীবনের সকল নন্দনতত্ত্ব আজ ভয়ংকর কালো।