যে তুমি, নজরুলকে করেছো বিদ্রোহী
রবীন্দ্রকে গম্ভীর।
ক্ষুদিরামকে দিয়েছো ফাঁসিতে ঝোলার সাহস,
সে তুমি,কোথায় আজ?
এসো তুমি আমার মাঝে।
ঘটাও তোমার সকল জাগরণ।
যেখানে, অর্থনীতির রক্ত পিপাসায়,
ধর্ম,শিক্ষা,বিচারালয় -বিকলাঙ্গ আজ
আপন স্বার্থ ষোলআনায়-ব্যাকুল,নিলাজ।
হে শুদ্ধশক্তি,তুমি বলে যাও জবাবের পরিপ্রেক্ষিতে,
তোমার সময় হয়েছে বলার, কঠিনতম কথা।
লাঙলের ফলায় উল্টে দেবার -অকর্ষিত মেধা,
চেতনায় যারা এখনও খোঁড়া,
যাদের লাগেনি এখনও আলোর ছোঁয়া।
মানবতার মর্মবাণী যেখানে আবছায়া
তাদের দিকে ঘুরিয়ে দিতে উলঙ্গ আলোর ফলা।
তুমি এসো।আমার মাঝে ফিরে এসো তুমি।
তোমার অমীয় শক্তির এখনই প্রয়োজন।
বিদ্রোহী কবিতার মতন-পঞ্চশক্তির ঘটাও উদ্বোধন।