যাও তুমি চলে,বহুদূরে। ঠিক ততটা দূরে যতটা আমার ভাবনায় নয়!
ফুলের সুবাসে যদি ভুল থাকে তবে  সে ফুলের যন্ত্রনায় আমি সুখী হতে চাই।
বুকের এককোণে ফসফরাস ও ক্যাকটাসের কাঁটা দিয়ে জর্জরিত!
সেদিনি-এইতো সেদিন খুব কাছের কিছুদিন আবেগ আপ্লুত হয়ে বলেছিলে,প্রেমের আবেগ! নীলকন্ঠ অথবা একগুচ্ছ বেলী তোমার হৃদয় হরণ করে ফেলতে পারে।
আগুনের সন্ধ্যা,নিশ্চুপ আমি কতটা পথ পেরুনোর পর বেলীর ম ম সুবাসে তোমায় সরল অক্ষরে লিখেছিলাম অকপটে।
ওখানে ভুল থাকলে ক্ষতি কি তাতে?অপরাধ বুঝি তোমার প্রিয়?
ভেঁজা চুলে এখন কতটা অনুভবে জানালার কার্ণিশ ছুঁয়ে বাহিরে বৃষ্টির কান্না দেখো?
ইচ্ছা হয়?খুব বেশি অন্তত কিঞ্চিৎ সময়ের জন্য হলেও কি ইচ্ছা হয় চেঁচিয়ে বৃষ্টির সাথে কান্না করতে?
যাও তুমি চলে,বহুদূরে!