আমাকে একমুঠো পান্তা ভাত দাও,
দু'টো শুকনো লঙ্কা দাও!
অগনিত কড়ি-কড়া নয়, কাঞ্চনহল নয়।
আমাকে শুকনো একটা রুটি দাও!
আমি বড্ড ক্লান্ত,আমি বড্ড ক্ষুধাতুর।
বক্ষেঃ আমার অশ্ম বাঁধি আটপ্রহর।
ছত্রপতির দলেরা আমাকে হেয় চোখে দেখে যায়,
আমি ক্ষিপ্ত হই না,আমি যে বড্ড ক্ষুধার্ত!
একাধিক সুস্বাদু খাবার আমি চাই না,
ধরণির মহা সুখও আমি চাই না।
তপ্ত আগুনে ভাঁজা শুকনো কিছু মুড়ি দাও!
অথবা আমাকে একখন্ড মিঠাই দাও।
আমি যে ক্ষুধার্ত, বড্ডই ক্ষুধার্ত।
কুসুম সুগন্ধি রাজকীয় খাবার নয়,
আমাকে হালকা কিছু খাবার ও একঘটি জল দাও!
আমার সর্ব অঙ্গপ্রত্যঙ্গের ক্ষুধা জ্বালা নিবারণ করে দাও।