"মনুষ্য জাতি"


ঐ যে দেখ মনুষ্য জাতির ভীড়,
কেউ কেউ খুঁজে শান্তির নীড়।
রক্তের খেলা খেলছে তব অহরহ
                খেলতে দাও।
দুগ্ধশিশু কাঁদছে মাতৃকোলে,
পাগলও মনের সুখে হাসছে অট্ট হাসি,
                  হাসতে দাও।
হিন্দু -মুসলীম করছে তব হানাহানি
ভূবনো মাতিয়ে খেলছে তারা কত রং,
ছোট-বড় লেগে আছে অবিরত দ্বন্দ।
মুখোশ এঁটে অনেকেই আবার বলে বেরাচ্ছে আমি নই মন্দ,
টাকার গৌরবে দেখাচ্ছে কতশত দাপট।
             দেখাতে দাও।
ফুটপাতেও পরে আছে  অজস্র মূর্ত আর্তনাদ,
অগোচরে করছে তব সম্মানের অবমাননা।
কেউবা লাথি মেরে ভাঙ্গছে ভিক্ষুকের থালা।
পেটে বেঁধে পাথর ঠেলছে অনেকেই ঠেলা,
তাহা দেখিয়া কাটিবে আর কত বেলা?
অসৎ থাকলে হয়ে উঠে সবার চোখে ভালো,
সৎ হলে তার চোখে দিনের বেলাও মিলে না কোন আলো।
বৃদ্ধ-বৃদ্ধা কাঁদছে ভাঙ্গা ঘরের কোনে,
          কাঁদতে দাও।
কেউবা আবার সব হারিয়ে ছুটে বেড়াচ্ছে সুদূরো বনে।
বাহ্যিক দেখে বলছে সবাই সাধু,
যদিওবা ঘটে কিছু অল্প।
মুখে মুখে রটে যাচ্ছে বড় কোন গল্প।
দেখে দেখে  কাঁদছে,
কাঁদছে অবিরত মোর চিত্ত।
            কাঁদতে দাও।