এইতো জীবন,জন্ম আর মৃত্যুর মাঝখানে আশা নিরাশার দুলনায় দুলে আধোঘুম আধো জাগরন স্রোতস্বিনী নদীর মতন
একুল ভাঙ্গে আর ওকুল গড়ে অনুক্ষন।


এইতো জীবন,প্রানের স্পন্দন আছে আছে কলরব,ঘাত প্রতিঘাত আছে আছে উপদ্রব।
রোগ আছে শোক আছে,বেঁদনা বিরহ আছে,
আছে উপশম,মান সন্মান আছে,অভিমান অনুরাগ আছে, আছে লজ্জা শরম।


এইতো জীবন,প্রেম আছে প্রীতি আছে, আছে মিলনের সুখ,শৈশব কৈশোর আছে,
যৌবন বসন্ত আছে,আছে বার্ধক্যের অসুখ।
দুঃখের দহন আছে,আছে কত জ্বালাযন্ত্রনা
এরমাঝেও আছে কিছু নীরব সান্ত্বনা।


এইতো জীবন,আপদ বিপদে একে অন্যকে
সাহায্য করা প্রয়োজন,বোজাভারে বিপন্ন যেই জন,তার বোজা বইবে সে সক্ষম যেই জন।


এইতো জীবন,মানুষ মানুষের জন্য মানিলে এই মর্মবাণী জীবনধন্য,তাছাড়া জন্মথেকে মৃত্যুর মাঝখানে একস্থান থেকে আরেক স্থানে যেতে পথের মাঝে বিরতি কিছুক্ষন!
এইতো জীবন।