আসিয়া জগত মাঝে
ভাবিয়া আজেবাজে,
মন লাগেনি কোন কাজে।
ওপারেতে যেতে চাই
কানাকড়ি হাতে নাই।
খেয়া নায়ে উঠব কোন লাজে?


জীবন গেল বৃথা ঘুমে
কেন এলাম বিশ্বভূমে?
চরনে নেই তেমন বল
নেই তেমন সহায় সম্বল।


সামান্য কলমের কালি
একখানা কাগজের ফালি
আর একটি রসাপ্লুত মন,
ধন বলতে আমার এই
আরতো কিছুই নেই।


নেই তেমন লেখাপড়া
লিখলাম তবু জীবনভরা।
লিখেছি যা সত্যবটে
দেখেছি যা দৃষ্টিপটে,
কারো যদি মনে ধরে
দয়াকরে দেখো পড়ে।


বলেছি যা মিথ্যাকথা
দিয়েছি যা মনেব্যথা
ক্ষমা চেয়ে নিলাম আর
স্বীকারোক্তি দিলাম তার।


এ আমার কৈফিয়ত
সকলের কাছে,
কে জানে এ জীবনের
অন্তঃ অবসানের
কতক্ষন বাকি আছে?