অদৃশ্য কোন বস্তু দৃশ্যমান হয়ে উঠবার আগেই তা চাক্ষুষ করবার এক দৈব বিমার হয়েছে আমার চোখে,প্রজাপতির বহুবর্ণ ডানায়,আমি দেখতে পাই,লেখা রয়েছে
পরাগায়নের বীজমন্ত্র।


ফুলের ভেতর আমি দেখতে পাই,মধু ভর্তি মৌচাক,এক মুষ্টি সর্ষে দানার ভেতর আমি দেখতে পাই, হলুদ ফুলে ভর্তি এক খণ্ড সর্ষে ক্ষেত,কোন শুকনো আমের আঁটির বুক বরাবর আমার দৃষ্টি পড়লেই,আমি দেখতে পাই গাছ ভর্তি আমের মুকুল।


কোন যুবতীর বক্ষ বরাবর আমার দৃষ্টি পড়লেই,বসনভুষন ভেদ করে আমি দেখতে পাই,বাদামি গোলক স্তম্ভের খয়েরী বৃত্তে দুগ্ধপানরত কোন মানব শিশু।