বই সহবাসে মনোযোগ
বউ সহবাসে দেহযোগ
প্রথমে হোক মনোযোগ
তার পরে হোক দেহভোগ।


বউয়ে যেন জোটে শান্তি
বইয়ে যেন টুঁটে ভ্রান্তি।
বইয়ে দেউক নয়ন খোলে
বউয়ে যেন মন ভুলে।
বইয়ে হই জ্ঞানবান
বউয়ে হই প্রেমবান।


বইয়ে চাই বিহার
বউয়ে চাই আহার
বইয়ে খুঁজি মনোভঙ্গি
বউয়ে খুঁজি অঙ্গ ভঙ্গি।
বউ থাকুক অঙ্গা অঙ্গি
হউক সে চির সঙ্গী।
বই ও যেন না হয় পর
সেও হউক সহচর।


বউ কে ভাবিও প্রিয়
মনে কষ্ট নাহি দিও
স্নেহ প্রীতী ভালোবাসায়
করিও সুহৃদ
বই পড়িতে তাঁকে দিও
প্রেমময় তাগিদ।