যদি থাকে প্রাণের ভয়
প্রনয় তবে অবসরের বিষয়,
যদি থাকে মানের ভয়
কখনোই প্রেম নয়।


প্রেম প্রীতি প্রনয়েরে
অন্তরের সোনার ঘরে
দিওনা প্রশ্রয়
এ হলো দুরারোগ্য ব্যাধি
কিছুতেই হয়না নিরাময়?


যদি থাকে মানের ভয়
প্রেমের দাবাগ্নি পোড়া
অনন্ত বিরহের নিরন্তর জ্বালা
সবই সহ্য হয়।


যদি থাকে পাপের ভয়?
কস্মিনকালে ও প্রেম নয়
বাতিল বলিয়া যেন তাহা গন্য হয়।


আর যে করিবে প্রেম
প্রাণ আর মানসন্মান
পাপ আর পুন্যজ্ঞান
তাহার কাছে এসব যেন
তুচ্ছ মনে হয়?