(রম্য কাব্য)


কর্তাঃ কহিলেন দেখোতো শাড়িখানা,
পরিলে তোমাকে লাগিবে বড়ো সুশ্রী।
গিন্নিঃ কহিলেন চোখ থাকিতে
তুমি হয়েছো কানা
নিয়ে এসেছ ধুতির মতো শাড়ি একখানা,
পরিলে আমায় লাগিবে কেমন বিশ্রী।


কর্তাঃ কহিলেন খিঁচুরি নুনে তিতা,
গিন্নিঃকহিলেন তোমার রসনা হয়েছে ভোঁতা
নুনছাড়া কি খিঁচুরিতে দেবো মিশ্রি?


কর্তাঃ কহিলেন বাহিরে গেলে আজ ফিরতে হবে দেরী।
গিন্নিঃ কহিলেন ঘরে আছে কাজ এসো তাড়াতাড়ি।


কর্তাঃ কহিলেন বাহিরে ভীষন কাজ
মিছে কেনো করছো বাড়াবাড়ি?
গিন্নিঃ কহিলেন বাহিরেই থাকো
ঘরে দিলেম তালা,
আমি তবে গেলেম বাপের বাড়ি।