ঢাকায় এখন আর কোন কিছু ঢাকা নেই
বেআব্রু নর্দমা আর খোলা জায়গায় ফেলা
আবর্জনায়, দুর্গন্ধের মৌতাত চারদিকে।
রাস্তায় ফুটপাতে খোলামেলা খাবার দোকানের
ঢাকনা বিহীন ডেকচির ধূলোবালি ভর্তি খাবার
গিলছে, ক্ষুদার্থ মানুষ ও শৌখিন ভোজনরসিক।
কতিপয় উড়াল সেতুর দুর্নীতিগ্রস্থ উন্নয়নের
শতছিদ্র চাদরে ঢেকে রাখা যাচ্ছেনা,
রাস্তার খানাখন্দক আর বেপর্দা পথচারী রমনীর গতর।
চির জন্মান্ধের কাছেও উন্মোচিত হয়ে যাচ্ছে
খোলা আকাশের নিচে পার্কে উদ্যানে দেহপসারিনি
ও খদ্দেরের হাসিঠাট্টা ফিসফাস দরদামের দৃশ্য।
পথে পথে যানজট বেপরোয়া যান চলাচল
সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, ছিনতাই রাহাজানির অপ্রীতিকর
দৃশ্যের, সিরিজ নাটকে কোন রাখঢাক নেই এই  ঢাকা শহরে।


রচনা: হোটেল দি ক্যাপিটাল লি: নয়াপল্টন ঢাকা।
তাং মঙ্গলবার ১১-০৭-২০২৩ ইং