কবিসম্রাট কবিগুরু ঠাকুর রবীন্দ্রনাথ
তোমার সঙ্গে আমার হয়নি দেখা সাক্ষাত।
আমি এক বাংলাদেশী,
আমার দেশের জাতীয় সঙ্গীত..
"আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি"
তোমার কলমে রচিত হে কবিসম্রাট
বাংলাদেশে নিত্যই হয় রবীন্দ্রনাথপাঠ।
তোমার কবিতা গানে বাঙালির নিখিল
খুঁজে পেয়েছে তার অন্তরের মিল।


১৪০০ সাল কবিতায় তুমি লিখেছিলেঃ
"আজি হতে শতবর্ষ পরে
কে তুমি পড়িছো বসি
আমার কবিতাখানি কৌতুহল ভরে"
আমার জন্ম,তোমার জন্মের
একশত ষোলো বছর পরে,
তথাপি আজ ও আমি,তোমার
কবিতা পড়ি কৌতুহল ভরে।


বাল্যশিক্ষা ও লাভ করেছি
তোমার কবিতা পাঠ করে..
"আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে
বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে"
পড়ালেখার পর স্কুল ছুটির আনন্দে তুমিই
গাইতে শেখালে"মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুঁটি,আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি"


যদিও তোমার আমার হয়নি দেখা সাক্ষাত
তবুও আমার প্রাণের ভালোবাসার বাঁশিটি
তুমিই প্রতিদিন বাজাও হে কবীন্দ্র রবীন্দ্রনাথ।


২০ বৈশাখ ১৪২৭ বাংলা।