১.
প্রেম কি কারো হুকুম মানে, প্রেম কি কৃতদাস?
প্রেম কি ইস্কাপনের টেক্কা, প্রেম কি খেলার তাস?
২.
প্রেম বড়ো অবাধ্য নেশা, প্রেমে কঠোর পাষাণ গলে!
প্রেম নদীতে ডুবে মরলে, ভেসে যায় উজান জলে!
৩.
প্রেমে রাজা রাজ্য হারায়, গৃহবাসী হয় সন্ন্যাসী!
প্রেমের জন্য হতে পারে নিরীহ নির্দোষের ফাঁসি!
৪.
প্রেম কারো ফুলবাগানে অবাঞ্ছিত ঘাস?
ঘাসের জন্য হয়না তাঁর, মনমতো ফুল চাষ!
৫.
প্রেমে কারো মনের তীরে, বাঁধাতরী যায় ভেসে,
মনে যখন প্রেমের, তীব্র জোয়ার আসে!
৬.
যাদের আছে কবির স্বভাব, কবিত্বভরা মন,
তাদের কাছে ভালোবাসা,একমাত্র মূলধন!


লেখক: মোঃ সাদিকুর রহমান রুমেন,
ভিলা: কবিতা কুটির, মরিয়ম ও রাশিদ মঞ্জিল।
জামালপুর, জগন্নাথপুর, সুনামগঞ্জ, বাংলাদেশ 🇧🇩
তারিখ: ২৩১০২০২৩