ফিলিস্তিন যুদ্ধে প্রাণহানি আর মানহানীর বিরুদ্ধে দাঁড়িয়ে, গভীরবোধের উচ্চারণ:


আমি যুদ্ধ চাই না, আমি যুদ্ধে যাইনা।।
তুমিও যুদ্ধে যাবার আগে ভেবে দেখো একবার?
দেশে দেশে যুদ্ধ, যীশুকে ক্রুশবিদ্ধ করছে বারবার।।


ক্রুশেড ধর্মযুদ্ধ জিহাদ, এসব কার বিরুদ্ধে কেন?
আমি তুমি,তাঁরা, সকলে মিলে আমরা কি মানুষ ছাড়া ভিন্ন কেউ?
উত্তর যদি না হয়, তবে আর বিলম্ব নয়।
এসো আমরা পৃথিবীর পথে পথে মানববন্ধন করি।
আমাদের প্রত্যাশা আর প্রত্যখ্যানের স্মারকলিপি জমা দেই, বিশ্বের সকল ধর্মীয়, কুটনৈতিক, বাণিজ্য ও সমরনীতির সদর দপ্তরে।
স্মারকপত্রের শিরোনাম হবে:-আমরা চাই'
দেশে দেশে আদর্শ রাজনীতি, ন্যায্য বাণিজ্য, পুঁজিবাদের পতন।।
আমরা চাই
ধর্মীয় গোঁড়ামির সমুলে বিনাশ।।
মানুষের স্বাভাবিক ধর্মবোধ সুশিক্ষা ও সাংস্কৃতিক বিকাশ।।
আমরা চাই শান্তি, সন্ধিচুক্তি,যুদ্ধ চাই না আর।
চাই অনুরাগ প্রেম ভালোবাসা আশা‌ ভরসা,
শত্রুতা নিষ্টুরতা বিরাগ, চাই না আর।
চাই প্রীতি মধুময় সম্প্রীতি, ভয়ভীতি চাই না আর।
চাই মিলন মমতা মহব্বত, বিচ্ছেদ চাই না আর।
চাই জ্ঞানবুদ্ধি আত্মশুদ্ধি, মুর্খতা চাই না আর।
চাই সততা বিবেক বিশ্বাস, মিথ্যাচার চাই না আর।
চাই সাধু সরলতা, ছলনা চাতুরি চাই না আর।
চাই অমৃত দুগ্ধঘৃত মাখন, সরলে গরল, মিশাতে চাই না আর।।


স্মারকলিপির সমাপ্তিতে লেখা থাকবে:
ক্রুশ ত্রিশুল, তলোয়ার, টানাটানি, যুদ্ধ হানাহানি,
আমরা চাই না আর।।


বাংলাদেশ 🇧🇩
তারিখ: ১৯১০২০২৩
©️ কপিরাইট সংরক্ষিত