বুঝের পুকুরে দেখে ঘোলা জল
নামিনি সেথায় আমি করতে গোসল।
দেখেছি বুঝের মুণ্ডুভারী, কূটচালে স্নায়ু নিস্তেজ,
ঘোড়ার লাথি খায় নাড়িয়ে ঘোড়ার ল্যাজ।
তাই বুঝের বস্তা ঝেড়ে, চালাকি অভিমান ছেড়ে,
মেনে নিলাম না বুঝার দায়ভার।
মৌনব্রতে দীক্ষা নিয়ে-
বাদ দিলাম হইহল্লা, হাঁকডাক দরবার।
না বুঝে করিনি কভু- বুঝদারি ভান!
নিজেকে জ্ঞানী ভেবে অন্যকে বলিনি অজ্ঞান।
অযথা দৌড়াইনি কভু বুঝের পিছু,
নিয়েছি মেনে আমি বুঝিনা কিছু!
সই সাবুদ কথা কভু, বাঁকা করে বলিনি,
স্বজ্ঞানে তোষামোদ খোশামোদের শরবত গিলিনি।
চাতুরি করে খেলিনি, সত্যের সঙ্গে মিথ্যার কানামাছি,
না বুঝে অবুঝ আমি বেশ ভালো আছি।