মোরগিটি উঠানে খোঁজছিল
হয়তোবা দুয়েকটি শস্যের দানা।
সাথে ছিল ক্ষুদার্ত কয়েকটি ফুটফুটে ছানা,
আচমকা বাঁজখাই চিল এসে দিল হানা,
নিরুপায় মোরগিটি ঝাপটালো ডানা।


আমি চেয়ে দেখলাম চিলের নখাগ্রে ঝুলতেছে মোরগির  ছোট্র একটি ছানা।
কি করবো হায় আমিও তো নিরুপায়, উড়াল জানিনা?


চিলটি হয়ে গেলে চোখের আড়াল
প্রশ্ন এক দেখা দিল সমান্তরাল।
সকল জীবই হলে ক্ষুদায় কাতর
ভোজন তালাসে ঘুরে চরাচর
সন্ধান পাওয়া মাত্র পুরে নেয় উদর।


ক্ষুদার অন্ন খুঁজে মোরগির ছানা।
ক্ষুদার্ত চিল এসে তারে দেয় হানা।
জীবন সংহার করে জীবলীলা চলে।
এমতে আহার জোটে জীবকুলে।
জীবের জীবনদাতার বিচিত্র বিধান।
এক প্রাণের বিনিময়ে বাঁচে আরেক প্রাণ।