তোমার তনুগন্ধের রহস্য ভেদ করতে
আমি এক আলোকবর্ষ কাল সময় অনুসন্ধান করলাম,
ভুমণ্ডলে যত পুষ্পোদ্যান আছে তার পাশে তোমাকে দণ্ডায়মান করে দেখলাম
তোমার দেহের মাতাল গন্ধে
ফুলগুলি কেমন বেঁহুশ হয়ে পড়ে।


নভোমণ্ডলের সমগ্র গ্যালাক্সির
আলোকরশ্মি তোমার মুখমণ্ডল থেকে বিচ্ছুরিত জ্যোতির্ময়-হীরক আভায় কেমন ম্লান হয়ে যায়।


অপরূপা বিশেষনের বাটখারাটি তোমার
শ্রীরূপের ওজন মাপতে যথেষ্ট নয়,
তোমার অঁঙ্গবাহার বিশ্লেষন করার যোগ্য
একটিও শব্দ খুঁজে পেলাম না কোন শব্দকোষ বা অভিধানে।


তোমার তনুশ্রীর উপমা খুঁজতে খুঁজতে আমি
যখন হয়রান হয়ে,বিশ্বব্রম্মাণ্ড করছিলাম তোলপাড়,ইতিমধ্যে হয়ে গেল আয়না আবিস্কার,
তুমি যখন দাঁড়ালে সেই আয়নার পাশে
তোমার তুলনা যে কেবল তুমি বুঝলাম অবশেষে।