বিশ্বকাপ নামে এক রয়েছে শিরোপা,
বিশ্ববাসীর মালিকানায় সংগঠন ফিফা।
আয়োজন করে থাকে দেশে দেশে-
ফুটবল লড়াই।
পায়ে পায়ে যুদ্ধ হয় নাই কারো-
অস্ত্রের বড়াই।
নির্বিচার মারামারি লাথি আর ঢুঁশ
নির্দোষের উপরে যেন দারুণ আক্রোশ?
এমন দশায় বলো কার থাকে হুঁশ?
দুই দলে জোট বেঁধে চলে চোটাচুটি,
নিস্প্রাণও প্রাণভয়ে করে ছোটাছুটি।
কখনো শুন্যে উঠে, জমিনে লুটোপুটি খায়,
এর পায়ে লাথি খেয়ে ওর পায়ে আশ্রয় চায়?
মাঠের শেষ প্রান্তে কভু, জালে পড়ে ধরা।
গোল গোল শোরগোলে সব মাতোয়ারা।
এরপর মধ্য-মাঠে ধরে এনে বল,
লাথালাথির উন্মাদনায় উন্মাদ সকল।
দৌড়ঝাঁপ আক্রমণ পাল্টা আক্রমণ,
বল নিয়ে কাড়াকাড়ি যে পারে যেমন।
মাঠের বুকে-একাদশী, দুই দলে লড়ে,
এক দল জয়ী হয় অন্য দল হারে।
হাওয়াই গোলক খায় পেটে পিঠে লাথি-
মাঠ ভর্তি দর্শক করে মাতামাতি।


বেদিশা বেহুঁশ মাতাল, লাথি ঢুঁশে-
লম্পঝম্ফ মারে, গোলাকার বল।
খেলা দেখতে মাঠে-বাড়ি আর হাটে।
টিভি সেটের সামনে নামে মানুষের ঢল,
গোলে হট্রগোলে চলে বিশ্বকাপ ফুটবল।