ভাষার মাসের প্রেমিক আমরা,স্লোগানে যে মুখর।
ঢাকা শহর বিল বোডে যে,ইংরেজ ভালো ফলন।।


মুখে মুখে নীতি কথা,বাংলা এখন এতিম।
ইংরেজ ছাড়া সবে মিছে,যোগ্যতা যে বিলিন।।


বাংলা এখন গরিব ভাষা,চাষা ভুষা তারা।
ইংরেজ বাবু অফিস করে,কোট টাই পড়া।।


গ্রামের ছেলে পিছে পড়ে,সকল ক্ষেতে তারা।
ভাষার জন্য এত গর্ব,আগুন ঝড়া কথা।।


শহর জুড়ে ভরে গেছে,ইংরেজ ভাষার শিক্ষা।
চাষা ভুষার এই গ্রামে,ইংরেজ বাবু মেলা।।


বাংলা এখন গোরস্থানে,মুন্সি আনার ইংরেজ।
জানাজায় যে শরিক হবে,বাংলা বাবুর কবর।।


মায়ের ভাষা কদর কমে,পরের ভাষা ঘাঁটো।
তুমি নেতা মগজ পচা,ইংরেজ শিক্ষা মত্ত।।


ভদ্র বাবু ইংরেজ প্রীতি,বন্ধ করুক এ নীতি।
ভাষা মাসে পাখির বুলি,হৃদয় শূন্য কাব্য।।


নিজের ভিতর মঞ্চ সেজে,নিজেই নাটক কর।
নিজের ছেলে বিদেশ পড়ে,ইংরেজ পায় ভালো।।


এমন নীতি কারক যে আজ,দেশের কথা ভাবে।
আলোর পথে আধার খুঁজে,ভালো বাদে মন্দে।।


দেশের আলো বাতাস খেয়ে,করে গাল যে মন্দ।
এরাই আবার দেশ প্রেমিক,দেশের ধারক বাহক।।