জীবিত থাকার অভিনয় করছি,
মরে গেছি বহুল কাল আগে,
রক্তমাংস দেহটা সচল, ভেবে নিয়েছ-আছি বেঁচে।
গত শব্দাতীতে আমায় করেছে দাফন।
দেখ,মানুষ হয়ে মানুষকে দিচ্ছি কামড়,
আঘাতে করে ছটফট,মজা পাচ্ছি বেশ।
কি কারণে ধরেছে পচন,রাখি কেউ খোঁজ।
উন্নতি উন্নতি করে,চরকির মত ঘুরছি রোজ।
জাগতিক মায়া পরে,ইট পাথর হয়ে গেছে মন,
আঘাতে আসে তাই আঘাতের শব্দ।
ক্ষমতা করেছি যে রপ্ত,আমার ধরে কে?
ডানা মেলা আমি ঘুরছি দেশ থেকে দেশান্ত।
ভেবে নিয়েছি-আমার শেষ নেই,
মুখোশে আড়ালে অচেনা রুপে,
নিজেকে ধোঁকা দিচ্ছি রোজ।
সংগঠন দিয়ে মানবতা করছি উন্নয়ন,
গাছ কেটে পানি দিচ্ছি যেমন।
নীতিহীনেরা আজ করছে নীতি প্রয়োগ,
কেমন আমি বাঁচি, গোয়ার যে গলদ।
অট্টালিকায় ন্যায়নীতি বন্দি,গাছ তলার প্রয়োগ
তোমাতে সমস্যা,আমায় খোঁজ রোজ।
মিথ্যের বুলি করে প্রচার,মিডিয়া দিয়ে কর শাসন
তুমি তো স্বার্থে বন্দি,বিশ্ব শাসনে সেজে আছ মোড়ল।
আমার মরণ হয়েছে,তোমার ধ্বংস তাই অনিবার্য।