তুলি দিয়ে আঁকি ফুল,
জবা চম্পা জুঁই।
পাপড়ি গেছে ঝড়ে পরে,
খুকু মণি কাঁদে।


প্রজাপতি দিলাম এঁকে,
খুকু মণি হাসে।
আরো আঁকি বাগবাগিচা,
ফলে দিবো ভরে।


খুকু মণি মহা খুশি,
তালে তালে নাচে।
সবুজে করে সবুজয়ান,
বিশ্ব দিব ভরে।


দূষণ মুক্ত পৃথিবী যে,
নবীন ভাবে সাজে।
গুণে মানে বড় হবে,
ওরা নবীন দল।


দেশের বুকে আলো হয়ে
আধার যাবে চলে।