আমি অধম,
উত্তম কে টেনে হিঁচড়ে করি নরম,
ন্যায় নীতি মুখে আধারে রূপান্তর,
স্বার্থের বাজারে আমি উত্তম নাটক।


আমি দুর আশা,
স্বপ্নকে মারাই হয়  আমার ভরসা,
সংগ্রামের পথে দেই যে হাজার বাধা,
প্রতিবন্ধকতা আমার প্রতিভা।


আমি অন্ধ,
চোখের সামনে সৃষ্টি বিভীষিকা,
ভয়ে পালিয়ে যায় যে চোখের আলো,
গন্তব্যহীন আমার এ পথ চলা ।


আমি ভণ্ড প্রেমিক
মঞ্চে দাড়িয়ে বলি দেশ প্রেমের কথা,
অক্লান্ত শ্রমে বিলাতে করে বাড়ি,
মুখে ফুটে দেশ প্রেমের কুণ্ডলী।


আমি ছায়া
চৈত্রের রোদ্রে থাকে না আমার মায়া,
ক্লান্ত চাষা, পথিক ঝড়ে যায় ঘাম,
মূল্য পায় কি? দেশ গড়ে যে শ্রমিকজন।


আমি কথা
দেই না হতাশা,জানি সবে সান্তনা,
মুখের কথায় অমৃত,বেদনা প্রশমন,
ফাঁপর বাজিতে উঁচু তলার লোক।


আমি অপশক্তি
শক্তিকে করতে পরাস্ত, থাকি তৈরি,
ধর্ম ভুলে অধর্মে জালে আঁকি ফন্দি,
ক্ষমতা লালসা মনে থাকি সন্ধি।


আমি নৈতিকাহীন
শুদ্ধচারণ নীতি বই আর বিল বোর্ডে,
ধারণ বাহন বিশাল ফারাক উদ্দেশ্যে,
অন্ধ করে রাখি শিক্ষিত জাতি।


আমি নকল
আসলে ভিরে আমি প্রচণ্ড সফল,
ওপারে মানুষ গুলো আমাতেই মত্ত,
কালো হতে সাদা সবে যে বৈধ।


আমি মৃত
মরে গেছি দুইশো বছরে আগে,
দাফন করেছে আধুনিকতার নামে,
মানুষ হয়ে ফিরব দুইশো বছর পর।