পথ ভ্রষ্ট আমি নীতি,
বিবেকটা বন্দি।
বিবেকটা বিক্রি করে,
নেতা বাজি করি।
সততা দীক্ষা আধারে,
আলোতে মুখোশ।
দুনিয়াটা ক্ষমতারি,
আধারে যে নীতি।
মুখে যে মুখোশ করে,
সমাজে বিষাক্ত।
পৃথিবী হবে অতিষ্ঠ,  
কম্পনে কম্পিত।
থেমে যাবে রাজ লীলা,
পর্দার আড়ালে।
থাকবে পরে দাম্ভিকতা,
মিশে মাটি হবে।