লিখিলের প্রেম শরতে,
হিমেল হাওয়ার।
প্রকৃতি সাজে কাশফুলে,
নদীর দুই ধার।
জুই চম্পা শিউলি যে,
তারুণ্য ফেরায়।
উজানে ভাটির গান,
মাঝি গেয়ে যায়।
নীল যৌবন পাড়ি দেয়,
উতাল যে মন।
শরতে ডাকে ব্যস্ত,
আমনের উৎসব।
পিঠা পায়েশে ভরে উঠে,
গ্রাম বাংলার ঘর।
শিশুরা করে ছুটাছুটি,
পেলে ছুটি বর্ষার।
সূর্য হাসে যে প্রভাতে,
মিষ্টি যে রোদ্দুর ।
প্রকৃতি যে সাজিয়ে দেয়,
শরতে অবদান।