টাকা আমার টাকা তোমার,
টাকা আমার দেশের,
টাকা মান উঠে নামে করে ভুতের ছোঁয়াতে।
টাকা কেনো ঝিমিয়ে যায় মুদ্রাস্ফীতিতে?


বিশ্ব যখন আজব খেলায়,
মুদ্রাস্ফীতি গোলকধাঁধায়
মহাসংকটে অর্থনীতি,
আসলে সব ভোকাল বাজি
ডালার এখন ভূতের বাড়ি।


কর্তৃত্ব যখন টাল মাটাল
শুরু হয় শব্দস্ফীতি,
দূষণ করে পৃথিবী।
ক্ষমতার কাছে আমরা জিম্মি,
নরকে বসে অর্থনীতি।


মুদ্রাস্ফীতি স্লোগানে চারদিকে উষ্ণ করে,
আমার পিছে ধাওয়া করছে,
জুতার মাপে জীবন চলে।


অদৃশ্য এই ঘাতকের হাতে আমরা বন্দি,
আমার পকেটে টাকায় ঘাতকের মুখে হাসি।


দাম বাড়ে চাপ বাড়ে আমার নিঃশ্বাস  উঠে নামে
মুদ্রাস্ফীতির আজব খেলা কেউ না কেউ খেলে।