প্রকৃতির যে, অপরুপ মায়ার সাজিয়ে,
উঠানের কোণে শতাব্দী ধরে দাড়িয়ে।


ক্লান্তহীন ছায়া পদে পেয়েছো প্রজন্ম,
কত আপন মনে করেছো সেবা দান।


বিধাতার অর্পরুপ সৃষ্ট পৃথিবী প্রান,
বৃক্ষ তুমি স্বাথহীন বিধাতার দান।


হতে যদি মানুষের মত- করতে দান,
দাদা ভাই তোমাকে দিয়েছে বির্সজন।


ঢেকে ছিলে ছায়া দিয়ে-ফুল ফল ভরে,
তুমি বড্ডো সেকালের-রাক্ষস তাতিয়ে।


কত দামি তুমি-মানে গুনে টাকা দিয়ে,
শীতল পাঠির প্রশান্তি উঠান জুরে।


দিয়ে গেছে নিঃস্বার্থ ভাবে-নাই অভিমান,
বৃক্ষ প্রসারে উদাসি যে সংকীর্ণ মন।


আমার কত পূর্ব পুরুষের সাক্ষী তুমি,
বেরে ওঠো তোমার সামানে-যে বিদায়।


বৃক্ষ তুমি নিঃশ্বাস-বিধাতার উপহার,
কৃতজ্ঞ বোধ টুকু হারিয়ে বার বার।


বিধাতার দেওয়া অমূল্য সম্পদ-বৃক্ষ,
প্রকৃতি থেকে  কেনো যায় হারিয়ে।


তুমি যে পারতে লেখতে মানব ইতিহাস,
তুমি নিরব তাঁর আদেশে - মানব সুফল।


শতাব্দী ধরে দেখছো মানুষের পথ চলা,
শতাব্দী ইতিহাস ছিলো তোমার জানা।