আমি ফিরবো না এই নীড়ে,
কষ্ট বলে আয়।
যেখানে শুন্যতা চারধার,
আমার নিঃসঙ্গতা।
নিজ ভুলে জ্বলে যাই,
বিশ্বাসের খেলায়।
আর কত কষ্ট দিবে,
আমার উপহার।
আমি অবহেলা পেয়েছি,
প্রতারণার খেলার।
আমি আজ নিরুদ্দেশ,
মেনে নিয়ে হায়।
নিঃস পাপ মুখ তার,
দেখি রঙ্গ মঞ্চ।
কোন কালে ভালো ছিল,
প্রশ্ন যে আমার।
আমার বিদায় হবে
তার যে উপহার।