তুমি মুখোশের আড়ালে,
অর্ধযুগের গল্প।
জানা শেষ নেই তোমার,
তুমি যে রুপান্তর।
তুমি শতাব্দীর রুপক,
অজনা রহস্য।
তুমি পদার্থে অবস্থান,
শর্তে পরিবতন।
গোলোক ধাঁধাঁ সীমানা,
যায়নি আজও ঘোর।
তুমি ভালোবাসা ফ্রেমে,
রেখে ছিলে বন্দি।
অস্থিরতা অবস্থানে পাকা,
বিশ্বাসের ফন্দি।
তুমি মায়া তুমি ছয়া,
অর্ধযুগে জানা।
ভালোর মুখোশ পড়ে,
পচোন কর রোধ।
তুমি বাকি সবার মত,
শুধু নাটক কর।
নিজেকে লুকিয়ে দামি,
অন্যকে ভাবো অন্ধ।
সকলে জানে তুমি মন্দ,
সমাজে গিয়ে দেখ?