পূজো মানেই গাছে গাছে শিউলি ফোটা,
পূজো মানেই মনে এক খুশির ছোঁয়া  লাগা l
পূজো মানেই নতুন পোশাক পরা,
পূজো মানেই প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরা l
পূজো মানেই ষষ্ঠীতে মায়ের আসার খুশি,
পূজো মানেই সপ্তমী আর অষ্টমী তে জমিয়ে করা ফুর্তি l
পূজো মানেই মা এর পায়ে অঞ্জলি দেওয়া,
আর পূজো মানেই বন্ধুদের সাথে ফুচকার মজা নেওয়া l
পূজো মানেই রাত জেগে ঘুরা ঘুরি,
পূজো মানেই মিষ্টির বাড়া বাড়ি l
পূজো মানেই নবমীর সেই শেষ রাতের ধুনুচির আরতি,
পূজো মানেই দশমী তে মা কে বিদায় দেওয়ার স্থিতি l
পূজো মানেই ভাসান থেকে ফিরে এসে মা কে না দেখা,
পূজো মানেই আসছে বছর আবার মার আসার অপেক্ষা l




রুমি সরকার.