ধনতেরাস ধনতেরাস
হুজুগে বাঙালির এক নতুন উল্লাস,
ধনতেরাসে কিনলে সোনা
ঘরে আসবে সুখের বন্যা,
ধনতেরাসে কিনলে চাঁদি
আসবে ঘরে সমৃদ্ধি ।
বিত্তশালীর ধনতেরাস
স্বর্ণ, রৌপ্য, প্লাটিনাম
মধ্যবিত্তের ধনতেরাস
কাঁসা, পিতল, স্টিল !!


ধনের দেবী লক্ষ্মীর আরাধনা
সাথে কুবেরের মতো সম্পত্তির কামনা,
সঙ্গে আছেন ধন্বন্তরি
এই তিথিতেই জন্ম ধরি;
স্বর্গের চিকিৎসক তিনি
কার্তিক এর কৃষ্ণা ত্রয়োদশীতেই আবির্ভাব
আরগ্যের দেবতা ধন্বন্তরি
তাঁর নামেই ধনতেরাস পালন করি ।
হতে যদি চাও লক্ষ্মীর কৃপাধন্য
সুস্থ থাকো, দীর্ঘায়ু হও,
না হলে ধনপ্রাপ্তি হলেও
জীবন হবে নগণ্য ।
সমুদ্র মন্থনে আবির্ভূতা দেবী লক্ষ্মী
সাথে অমৃত এর কলস হাতে ধন্বন্তরি
এ তো গেলো পুরাণ এর কাহিনী
আর হিন্দু ধর্মের বিশ্বাস......


আসুন শুনি এবার
বৈদিক মতের নির্যাস...
মৃত্যুর দেবতা যমকে করতে হবে সন্তুষ্ট
ধনতেরাসে তারই করি প্রচেষ্টা
কিসে হবেন যমরাজ তুষ্ট !
উপবাস করে শুদ্ধ বস্ত্রে
করি যম কথা শ্রবণ
আটা দিয়ে তৈরী প্রদীপ
দরজার বাইরে করি প্রজ্বলন,
কোথাও কোথাও আছে আবার
নতুন ঝাড়ু পূজার চলন
অশুভ শক্তিকে নাশ করাই
এর একমাত্র কারণ ।


হতে চাও যদি কুবেরের মতো সম্পদশালী
ধনতেরাসের দিনে সাজাও আলোর দীপাবলী ।
হিন্দীভাষী হিন্দুর ঘরে ঘরে
চলে ধনতেরাসের ধার্মিক অনুষ্ঠান,
আর আমরা বাঙালিরা
প্রস্তুত কিনতে গহনা আর বাসন !!