চারিদিকে শুনি একটাই ধ্বনি
‘পরিবর্তন চাই, পরিবর্তন আনি’।
সময়ের নিয়মে যুগ পরিবর্তিত হয়
তার সঙ্গে তাল মেলাতে বদলায় মানুষ, মানবহৃদয়।
দেশের স্বার্থ ঠিক রাখতে বদলায় শাসকদল,
কিন্তু তাতে কি একটুও বদলায় আমজনতার হাল?
মানুষের সঙ্গে মানুষের সম্পর্কেও আসে পরিবর্তন;
আজ যে পরম মিত্র, কাল সে কোনও এক
অজানা কারণে হয়ে ওঠে শত্রুসমান ......
শৈশবে ভাইবোনের মধুর সম্পর্ক
বড় হয়ে স্বার্থের সংঘাতে হয় পরিবর্তীত।
অতীতের লায়লা-মজনু,রোমিও-জুলিয়েটের অমর প্রেমের সেকাল
পরিবর্তীত হয়ে আজ fb, whatsaap-র ঘণ্টা মাপা প্রেমের একাল!!
বস্তাপচা কুসংস্কার ছুঁড়ে ফেলে আধুনিক হয়েছে আজকের সমাজ
বাঙালীয়ানা ভুলে আজ হয়েছে বাংরেজ ।
পরিবর্তনের জোয়ারে কর্মরতা মায়ের সন্তান
প্রতিপালিত হয় governess-র কাছে,
আর বৃদ্ধ পিতামাতার ঠাঁই হয় বৃদ্ধাশ্রম !!
পরিবর্তনের আর এক রূপ free sex !
আধুনিক নর-নারীর আনন্দের জোয়ারে জন্ম নেয় নিষ্পাপ শিশু
যাদের শেষ ঠিকানা হয় আস্তাকুঁড় বা অনাথাশ্রম...।
Technology-র পরিবর্তনের যুগে দুনিয়া আজ net-সর্বস্ব
হারিয়ে গেছে আজ মুখোমুখি বসে চোখে চোখে চেয়ে নীরব স্পর্শ ;
মনুষ্যত্ব, মানবিকতা, কৃতজ্ঞতা – তাও কি আজ পরিবর্তনের মুখে দাঁড়িয়ে ?
কিছুই কি নয় শাশ্বত ? সবই কি যাবে হারিয়ে ??