ঐ শোন কনসার্ট শুরু হয়ে গেছে
এবার ফ্ল্যাগ নিয়ে সবাই স্টেজে চলে আসবে
তারপর আস্তে আস্তে একটার পর একটা খেলা......
প্রথমে ট্র্যাপিজের খেলা, জীবন হাতে নিয়ে
দর্শক রুদ্ধঃশ্বাসে তাকিয়ে দেখবে অপার বিস্ময়ে ।
এরপর একে একে হাতি,কাকাতুয়া,বাঘ,সিংঘের খেলা......।
এরই মাঝে মাঝে আমরাও আছি
আসব নিয়ে তোমাদের মুখে হাসি;
বামন শরীরে আজব পোষাকে
অদ্ভুত নাক আর রঙ মাখা মুখ চোখে,
আমাদের লম্ফ-ঝম্ফ কিম্ভুত বেয়ারা
আমরা যে এনেছি হাসির ফোয়ারা !
ছেঁড়া জামা আর চড়া রঙ মেখে
কান্নাকে রেখেছি ঢেকে......।
তোমরা হেসে লুটিয়ে পড়ো
আমাদের আজব কান্ড-কারখানা দেখে,
মুখোশের আড়ালে আমাদের দুঃখী মুখ
পড়ে না তো তোমাদের চোখে !
আমাদের চেহারা তোমাদের বিদ্রুপের বিষয়
সেটাই আমাদের পুঁজি
তাই দিয়েই আমরা জীবনযুদ্ধে
বাঁচার রাস্তা খুঁজি !!
আমাদের নিয়ে হাসিঠাট্টা করতে করতে
হয়ত তোমরা ভুলেই গেছো
আমাদেরও একটা মন আছে !!!
সেই মন বন্ধক রেখেছি আমরা
রুটিরুজির তাগিদের কাছে;
তাই আজ আর তোমাদের বিদ্রুপে
কাঁদে না আমাদের মন,
মুখোশের আড়ালে মুখের মতো
হাসির কাছে কান্নাকে করেছি সমর্পণ ।।